রাত এতোটাও সুদীর্ঘ নয়—
যতটা আজ নির্ঘুম প্রহর পেরোয়।
অন্ধকারাচ্ছন্ন নিশুতি রাত ঘুমিয়ে রয়েছে
নীরব আকাশে অজস্র নক্ষত্র ফুটে আছে।
বোবা কান্নায় অন্তর গুমরে মরে—-
কোথাও যেন রাতজাগা পাখি ওড়ে।
বাতাস স্তব্ধ, অকারণে মেঘেরা হারিয়ে যায়,
কোন সে দূর থেকে দূরে অদেখা অজানায়।
প্রতিটি সকাল আসে ঝকঝকে রোদ্দুর মেখে
তবুও অসহায় হৃদয়, যেন তাতে বৃষ্টিরে দেখে!
মনের গভীর গহন উপত্যকায় এক পশলা বৃষ্টি ঝরুক
সহসা দীর্ঘ ঘুম হাসিখুশি হয়ে নীরবে সুখ-স্বপ্ন দেখুক।
রাত-শেষে ভোরের সোনালী আলোয় ভরুক উঠোন
কবেকার ভুলে যাওয়া কথারা মনের আঙ্গিনা জুড়ে—
দোপাটি ফুলের সুন্দর হাসিরে ছড়িয়ে দিক ঘুরে ঘুরে।
এক সাগর জলরাশি আমারে ভিজিয়ে দিয়ে ফিরে যায়
অনন্ত জলরাশিতে বিলীন হতে,এক ঢেউয়ের পর ঢেউ ধায়।
রাত নির্জন,অলস ভাবনারা ঘুরে ঘুরে মরে একাকী
হয়ত সকল স্বপ্নরে করে তোলে একঝাঁক জোনাকি।।
রাত হয়ত সুগভীর,নিদ্রা বহুদূরে সাধনার ধন বুঝি
তবু ও এক অজানা রোমাঞ্চকর,এই রাতকেই আমি খুঁজি।।