একটা কীটনাশক চাই যা অবশ করতে সক্ষম –
সমাজের পাশবিক চিন্তা বহনকারী গ্রন্থিগুলিকে,
আছে এমন ক্যামেরা যা করবে সনাক্ত ,
অপরাধীদের-অপরাধ ঘটানোর আগেই!
নয় শুধুই মিথ্যা আস্ফালন আর প্রতিশ্রুতি-
চাই সুদৃঢ় সংঘবদ্ধ শক্তির সঠিক পদক্ষেপ ।
দিতে পারো একটু আগুন?
যে আগুনের ছ্যাঁকায় জেগে উঠবে-
ঘুমন্ত পদানত বিবেক!
নৃশংস খবরে অভ্যস্ত আমরা-
চায়ের কাপে তুলি তুফান,
দিতে পারো এমন খবর
যখন পাশবিক জন্তুগুলো পাবে চরম শাস্তি।
জানো কি এমন নদীর উৎস-
যার জলধারায় ধুয়ে যাবে
সমাজের সমস্ত কলুষিত ক্ষত!
এখনও আশা রাখি এক সুন্দর সমাজের,
অপূর্ব আলোকধারায়!