রিক্ততায় কেন ভরা জীবন আজ
বিষন্নতায় কেটেছে ধূসর রাঙা সাঁঝ,
দেখি দোদুল্যমান জীবনের জলছবি
আঁকিবুকি মাঝে কিসের প্রতিচ্ছবি?
জোড়া লাগানো ভাঙা কাচের খাঁজে
পুরানো ক্ষতের দাগ মাঝে মাঝে ,
মনের কোণের নিভৃতে বোবাকান্নায়,
খোঁজে বিশ্বাস অসীম শূন্যতায় !
দূরত্ব কি কমে রাখলে হাত হাতে
যদি পাশাপাশি চলি একসাথে?
যদি আবার নতুন করে গাই গান
ভুলে গিয়ে পুরানো সব অভিমান।
অনুচ্চারিত কিছু কথা কি শুনেছো
কখনো কি কল্পনার প্রহর গুনেছ?
ছুঁয়েছে কি তরী বিশ্বাসের বন্দর
কুয়াশা পেরিয়ে স্বপ্নমাখা প্রান্তর!