তোমার অমৃত বাণী হোক প্রতিটা জীবনের পাথেয়,
যদি সততার জলছবি হতে চায় বিলুপ্ত ধর্মান্ধতায়,
বাস্তবের ঘাত-প্রতিঘাতে তবু ও আছো থাকবে –
এ হৃদয়মাঝে হয়ে অমলিন স্বচ্ছ সুন্দর !
বহুযুগ পেরিয়ে যদি তুমি একবার, একবার
আবারও এসে দাঁড়াও ধরিত্রীর বুকে-
দেখবে এখনও দীর্ঘ বোবাকান্নায় প্রতিক্ষারত
অসহায় মুখের সারি,
বিষবাষ্পে পরিপূর্ণ বাতাস – করে শ্বাসরোধ ধরিত্রীর,
হে যীশু এসো ধরা দাও,
আবারও তোমাকে বড়ো প্রয়োজন,
খুলে দাও আলোর দরজা!
আমরা যে ক্ষুদ্র স্বার্থের মোহে,
অজ্ঞানতা ধর্মান্ধতায় জর্জরিত আজও,
মানবিকতার দেখাও পথ-করো পৃথিবীরে
পূর্ণ পরিশুদ্ধ ভালোবাসায়!