হয়তো কিছু ক্ষেত্রে আজও পরাধীন,
তবু ও মানবিক চিন্তাগুলো হোক স্বাধীন,
সংকীর্ণতার জরা থেকে সবাই হোক মুক্ত,
দেশের কোন শিশু যেন থাকে না অভুক্ত ।
অহংকারের কুয়াশায় ঢেকেছে আকাশ ,
তবু সূর্য যে উঠবেই এইটুকু মনে আশ!
সভ্য সমাজের প্রতিনিধি হোক নিরাসক্ত,
জ্ঞান ও সুশিক্ষায় এগিয়ে চলাই হোক ব্রত।
শিক্ষাক্ষেত্রে কর্মক্ষেত্রে আসুক সমঅধিকার ,
আজকের নারী প্রতিষ্ঠিত হোক বারবার ।
সবাই একসাথে মিলে ভাবি নতুন প্রগতি,
জীর্ণ সামাজিক পরিকাঠামোয় আনি উন্নতি ।