প্রয়োজন ছাড়া কেউ
নেবেনা তো খোঁজ,
এই সমাজে চেনা মানুষ
অচেনা হয় রোজ।
স্বার্থ আর ঈর্ষার জ্বালা
বয়ে নিয়ে অন্তরে,
বাঁচতে চায় মানুষ আজ
যে একান্ত অবসরে।
অণু পরিবারের সংকল্পনা
কাড়ে সাম্য-সম্প্রীতি,
সমাজের বুকে বিচ্ছিন্নতার
হয়েছে শুরু জাগৃতি।
তবুও হররোজ আর্ত প্রাণ
খোঁজে মানবিক মুখ,
জানে তা কখনও পাবেনা
তাও ভাবনাতেই সুখ।।