অনেকদিন আগের সেই মেয়েবেলার কথা,
বৈশাখের সেই বিশেষ দিন,
আসত যেদিন, মায়ের হলুদ শাড়ি পরে ,
অনুষ্ঠানে নাচতাম ঘুরেফিরে,
এসো হে বৈশাখ, এসো এসো. . . . . .
অবাক হয়ে তাকিয়ে দেখতাম, তোমার ছবির দিকে! !
সেই মেয়েবেলার সেদিন থেকে , আছো আমার পাশে।
মা বলতেন, জানিস বুড়ি, ইনি হলেন কবির কবি
সবার সেরা মোদের রবি, বিশ্বকবি. . .
তারপর, দিনগুলো চললো রেলগাড়ির মতো-
সুখের -দুখের স্মৃতি জমলো কত শতো,
জীবন নদী চললো বয়ে, সময় সরনীর সাথে
চিনতে থাকলাম তোমায়,
তোমারিই সৃষ্টির হাত ধরে,
জীবন থেকে খসে পড়ছে একটা একটা করে দিন,
বাড়ছে ততো তোমার কাছে ঋণ,
জীবন নৌকায় দোদুল্যমান আমি,
দিক্ নির্দেশক কবি তুমি,
বড়ো আদরের, সবার সেরা মোদের রবি
সর্বকালের সেরা বিশ্বকবি।
(ওই দূরের আলোকিত পথের থেকে আবার এসো নেমে , ধূলি ধূসরিত রক্তাক্ত এই ধরণীতে . .সব যুদ্ধ যাবে থেমে . . . . বরিষ ও ধরা মাঝে শান্তির ও বাণী )