আজ আর নিজেকে প্রমাণ করার কোন দায় নেই,
ভয় পাই না আর আলোর বিপরীতে থাকা অন্ধকারে,
হাজার আলোর দীপ জ্বালিয়ে রাখা , মনের ভেতরে।
জন্মান্তর ধরে অপেক্ষার প্রহর গুনছে তৃষ্ণার্ত চাতক,
একদিন তার ভাঙবে ঘুম,শিকল ছাড়া পাখির কলতানে,
স্রোতস্বিনী পাহাড়ি ঝর্ণাধারার মতো জীবনের জয়গানে।
নীরবে নিভৃতে গুমরে কেঁদে ওঠে বঞ্চিত প্রাণ,
তবু তার ঠোঁটে ঝুলিয়ে রাখে মেকি স্মাইল,
একদিন আসবে তার দিন , খোলা হবে জীবনের ফাইল।
অপার মায়ায় বুনে যাই রূপকথার নকশিকাঁথা,
নিস্তরঙ্গ আঁধারে ছেয়ে আছে বিশ্ব চরাচর,
স্বপ্ন দেখি, হেমলক করে পান, হয়েছি অমর।।