দুই হাতে খোলা হোক যত বন্ধ জানলা,
রাগ-অভিমানের খালি হোক আলনা,
বন্ধু ফিরে চল সেই পুরনো দিনে,
ফিরে যাই নীল আকাশের নীচে
আজকের রঙ মাখা বাস্তব হোক মিছে।
অজস্র নাটকের ভীড় এড়িয়ে
বন্ধু ফিরে চল নিজ নীড়ে,
অনেক কিছু না পাওয়ার মাঝে
যেখানে আনন্দ সুর বাজে
সকাল সাঁঝে নেই প্রলেপ মাখার তাড়া,
যাব সেখানে বন্ধু একটু দাঁড়া।
আছি তোর জন্য, প্রতীক্ষা অন্তহীন
আসবি কি তুই? প্রতিপল প্রতিক্ষণ
লোভের মাকড়সা গিলছে তোকে,
মৃতবৎ বিবর্ণ বড়ো অসহায়,
আমি আছি তবু আছি , তোর অপেক্ষায়. …..
আজও আছি আমি শুধু তোর অপেক্ষায় ……