আইজকে বড়ো খুশির দিন আইচে রে,
অনেক দিন বাদ পেটে ভাত পড়িচে,
দিল্লী থিকে আসার পর তু …..
থাকইতাম অন্ধকার ঘুপচি ঘরে ঠেসাঠেসি করে,
কিন্তুক ছিল একটো আলোর জানালা।
সুখে দুখে বেশ কাইটছিল দিনগুলান;
কি এলো রে তারপর সেই দিনটো ভয়ের,
হাঁইটতে হাঁইটতে দিদিটো একেবারে গেল ঘুমায়ে,
মার চোখের জল একুনো যায়নি শুকায়ে,
সেই থিকে তো শাক সেদ্ধ ,গুগলি ,আটা গোলা……
মার কাছে গল্প শুইনতে শুইনতে ঘুমায়ে যেতাম
একদিন ভালো দিন ঠিক ই আইসবে,
বাতা্সে খুশির মেলা ভাইসবে,
সেই খুশির দিনটো এসে গেছে রে বাপ,
কুথায় কুনখানে কুন পূজোয় সব ধুইচে যতো পাপ,
তার লিগ্গে এতো খাওন দাওন ,
ভারী মজা পাইচি রে বাবুরা ,
তুরা এমন পরব বছর বছর কর রে,
বছর বছর কর….