একই ছাদের তলায় বেড়ে উঠিনি
জীবনের অনেকগুলো বছর পেরিয়ে ,
দেখা হলো দুজনের –
তবু যেন কি এক অদৃশ্য বন্ধনে
বাঁধা দুটি প্রাণ, বিধাতার দান।
চারিপাশের নোংরামি ঘিরে ধরে ,
গিলে খেতে চায়, তার মাঝে নিরস্ত্র অসহায়;
ডুবতে ডুবতে তোকে ধরে বাঁচি,
দাদাভাই তোর কাছে ছোট্টই আছি।
টুকরো টুকরো মূহুর্তরা
বেঁচে থাকার রসদ দেয়,
কালবৈশাখির ভয় আর নেই মোটে
সমাজের রক্ত চোখে কি পরিভাষা!
জানার প্রয়োজন বোধ করিনা,
তবু কিছু শিকলের আছে এখনও প্রয়োজন:
অপেক্ষা করি সেই দিনের
যখন তুচ্ছ হবে সব আয়োজন,
শিকল ছিঁড়ে বন্দী পাখি
আকাশ কে নেব ডাকি
শিকল ছিঁড়ে বন্দী পাখি
আকাশ কে নেব ডাকি… ….