স্বপ্ন যতই করুক না ছল
ভাগ্য বেড়াক ঘুরে,
দিনগুলি কাটবে ঠিকমতো
নিজেরই মত করে।
হতাশার এই আঁধারে যদি
হৃদয় যায় তলিয়ে,
বাঁচার নবীন মন্ত্রটা শিখেই
দূর্ভাগ্য যাব এড়িয়ে।
জীবন যখন একটাই তখন
করবো নাকো ভয়,
স্বশক্তিতে উজ্জীবিত হয়ে
রুখবো শক্তি ক্ষয়।
আমাদের ঘরের মেয়ে বলে
রাখছো অযত্নে তাই,
চক্ষে যেদিন ঝলসাবে আগ
পোড়াবো সহ্যটাই।।