নিঃসীম ডিম্বাণুর নিঃঝুম
অন্ধকার ফুঁড়ে জেগে উঠব
নীলকান্ত ভোরে ।
শুধুমাত্র তারই প্রতীক্ষায় ।
এখনও পাখিরা নিশ্চিন্ত নীড়ে ।
এখনও নদী উৎসমুখে ।
বৃক্ষের ছায়া বীজের জঠরে!
কালো মেঘের ঢেউয়ে
সাঁতার কাটেনি কোনও
নীলশুভ্র বক ।
অগ্নির লোলুপ রসনা
পায় নি কোনও খান্ডব – স্বাদ !
খনির কোটরে নিরুদ্বেগ
আয়ুস্মান হীরকের দ্যুতি!
কালপুরুষের ঘরছাড়া অন্বেষণে
খোঁজে নি কোনও ভূখন্ড বসত ,
সমুদ্রের বুকে , স্বপ্ন – নাবিক!
সুপ্রবীণ পর্বতশিখর
শোনেনি এখনও কোনও
দুঃসাহসী পথিকের ধ্বনি ।
সুপ্ত আমি মুহুর্তের অপেক্ষায় ।
জেগে ওঠার বিকল্প নাই !
এই আসক্তি বোধে
অসম্পৃক্ত ভোরের চৌকাঠে ,
শুধু একটিবার প্রত্যেকের
স্বপ্ন – শরিক হতে চাই ।
বাকি সব চাওয়া পাওয়া থাক ।