অমলকিশোর আমার ভিতর
লুকিয়ে আছিস্ জানি ,
বাঁধছি নাড়া খানিক দাঁড়া
মুছিয়ে দে তো ছানি !
আয়ুর চাপে জীবন ভাপে
ঘুমিয়ে গেছে ঘুড়ি ,
কোথায় আকাশ বিকেল বাতাস
বলবে চলো উড়ি ।
ধূম্ জাগে না সুখ জমে না
বদলে গেছে বাড়ি ,
বয়সী নাম করছে নীলাম
আনন্দ পথ পাড়ি !
যাচ্ছে চলে সদলবলে
নাচের পরে নাচ ,
ডাকছে না বান শিরাতে টান
ছড়িয়েছে কেউ কাঁচ !
চাইছি ফিরে সবুজ নীড়ে
আনন্দিত প্রাণ ,
সহজ সরল মাতলা মাদল
নবান্নে অঘ্রাণ ।