সরতে সরতে সরতে….
কতদূরে চলে গেছো তুমি !
আমার বুনিয়াদি ভালবাসার টান
কি অতোদূরে পৌঁছতে পারবে ?
একটানা বেড়ালের বিপন্ন কান্নার ঘ্রাণ
খান খান করে সুদূর ঘুমন্ত রাত্রির কান ।
অদম্য বীজের সোপান আহা কি মমতায়
ধরে রাখে সুদীর্ঘ পাইন- পিপাসা !
শুধু আমারই সংশয়ের আঁচে
কেন পোড়ে চুম্বক- সম্মান ?
তোমার বিশ্বাসের বুকে
এখনও কি চেরাপুঞ্জী ঝরে ?
কেন এ কূট প্রশ্ন জাগে
আমার নিহিত রক্তের আগাছার ফাঁকে ?
কতটুকু পারি বা না পারি
আমি তার কতটুকু জানি ?
তবুও তোমার ক্ষমতার দাঁড়ে
কতখানি জল মেপে চলি ।
তুমি মনে মনে হাসো ,
বলো — যত দূরেই যাই
অভিকর্ষের বাইরে যাব না !
থিতু থেকো অপেক্ষার জিনে
আস্থা রেখো ভিন্ন সত্তায় ।