গাভীন মৃত্তিকার টইটম্বুর টানে
এয়োতি মেঘের গর্ভসঞ্চার হয় ।
উপরোক্ত পঙক্তির ধুয়ো গাইতে গাইতে
সুস্নিগ্ধ সবুজ এসে সটান ঢুকে পড়ে
উন্মুখ বীজের অন্তরে ।
তারপর , শুধু কবিতা শুনতে শুনতে
এবং মানবিক গুণের স্পর্শ পেতে পেতে
অমল অঙ্কুর একদিন সুধার দেখা পায় ।
অতঃপর ,
মানুষ না হয়ে বীজ বৃক্ষ হয়ে যায় !
আসলে ,
রাজসিক তামসিক নয় ,
শুধু সাত্ত্বিক হতে চেয়ে চেয়ে বিদগ্ধ বীজ
উদ্বর্তনের লোভ সপাটে নিপাত করে
বৃক্ষ ছায়া পায় ।
কোনদিন অবাধ্য নেশাখোর মানুষের দল
সারি সারি সমীচীন সবুজ বৃক্ষ হলে ,
মাতা বসুন্ধরার নিদ্রাহীন দুশ্চিন্তা
অন্তত কিছুকাল নিশ্চিন্দি ঘুমোবে !