প্রত্যেকে নিজের নিজের নির্মিত বৃত্তে
আত্মগোপন করে আছি !
আমার তুমুল আনন্দ- পেখমের মৌন মন্তাজ
তুমিই দেখতে পাও না ,
তো পড়শির পিঠ !
অঝোর কান্নার ঢেউ বয়ে বয়ে
হয়ে যায় অভিজ্ঞ নদী ।
তুমি একই বিছানার অভিন্ন চাদর হয়েও
ভগ্নাংশ ভাসতে পারো না ।
যে স্বপ্ন আমার নিদ্রা বাগানে
ফুল হয়ে ফোটে ,
তুমি কি তার নাগাল সুগন্ধি পাও ?
তুমি বলবে —
আমি যখন সরস্বতীর সদ্য শাড়ির
আঁচল হয়ে মুছে দিই শীর্ষদার কবিতার ঘাম ,
তুমি টের পাও ?
আহা কি অপরূপ এই
অগণন সীমান্তের অদৃশ্য পাঁচিল ,
পরস্পরের সম্যক না জানার
প্রাকৃতিক নীতি ,
দরকারী সুখের সহকারী শান্তি কল্যাণ !