এমন একটা রাত দিতে পারিস কি?
পাশাপাশি শুয়ে দেখবো, রাতের জোনাকি!
এমন একটা ভোর দিতে পারিস কি?
হাতে হাত রেখে, দেখবো আলোর ঝলকানি,
এমন একটা দিন দিতে পারিস কি?যেদিন
উদাসী মন ছুঁয়ে দেখবেনা বিষন্ন ব্যালকনি,
এমন একটা মন দিতে পারিস কি?
যে জানে না বুকফাটা কান্না কি?
সবকিছু থেকে ও না থাকার গ্লানি,
কেউ জানুক বা না জানুক, আমি তো জানি,
তবু আশা রাখি, একদিন হবে দিনবদল,
কাটবে আঁধার রাত, থামবে ঝড় বাদল
আকাশ জুড়ে বেজে উঠবে খুশির আগমনী,
তখন ও তোকে পাশে পাব , জানি রে জানি।