আবারও তো ঝড় উঠেছে ভীষন রকম
দূর থেকে শোনা যায় মহাকালের অট্টহাসি,
প্রতিটি নিঃশ্বাস হিসাব চায় এখন,
ভাঙনের মুখে সমস্ত সাবেকি সম্পর্ক।
একদিনে অতিক্রম করতে হবে সাত সাগর,
দিনপঞ্জি লেখার বৃথা চেষ্টায়, মিথ্যা দিন বয়ে যায়।
রাতের পর রাত কাটে , দুই চোখের পাতায়
ভুলের স্বপ্নবাসর সাজিয়ে করি নির্ঘুম সময় যাপন,
পেরিয়ে যেতে হবে রক্তনদী, লুকিয়ে থাকা চোরাবালি
জন্ম- মৃত্যু চক্র ঘুরে আসি মুক্তির অপেক্ষায়,
অজান্তেই এসেছে কালরাত্রি,
সময় টেনেছে আমার চারপাশে সীমারেখা,
চোখের জলে বুক ভেসে যায়, তবু তা অটল- অচল।
তার মাঝে দাঁড়িয়ে আছি স্থানুবৎ ,
সংসারের প্রয়োজনের চাবুকের ঝংকারে,
ফিরে আসি নাটকের মঞ্চে, সঠিক সংলাপের অভিনয়ে
চারিদিকে ওঠে করতালির ঝড়, অভিনন্দনের বানভাসি।
পাথুরে মনে,আবেগ- অনুভুতি ফিকে হলদেটে রঙের ,
ভুলের ফসলে ভরা জীবন নদী, সমস্ত হিসাব মিলিয়ে
প্রাণপণ মৃত্যুর দিগন্তরেখা অতিক্রম করতে চায়।
না ফেরার দেশে খুঁজে পেতে চায় হারিয়ে যাওয়া স্বপ্ন,
পূরণ হবে কি লুকিয়ে রাখা আশা- আকাঙ্ক্ষা-
যাদের রেখেছিল করে যত্ন।