তুমি একা নও কিছুতেই নও একা,
চোখ বন্ধ করো ; পাবে তুমি, পাবেই নিজের দেখা,
চলতে গেলে হোঁচট খেয়ে,
থমকে গিয়ে দাঁড়িয়ে ,
চমকে উঠে দেখবে তুমি –
আমি পিছেই আছি দাঁড়িয়ে!
নিজের সাথে নিজের দেখা করাটা খুব প্রয়োজন,
তার জন্য লাগে না তো কোনকিছুই আয়োজন।
তুমি একা নও কিছুতেই নও একা ,
চোখ বন্ধ করো পাবে তুমি পাবেই তার দেখা,
চারিদিকে ধূ ধূ মরু প্রান্তর –
তৃষ্ণায় চাতকের বুক ফাটে,
তবু তো চুপ তুমি , নিশ্চুপ
হতে পারতো অনেক কিছুই –
ঘটমান বর্তমান থেকে , আবার ফেরত অতীতে,
আবার তুমি একা নাকি এই শীতে ।
না গো, একা নইতো!
পারবো ঠিক নিজের সঙ্গী খুঁজে নিতে,
ফিনিক্সের ছাই থেকে জন্মায় যে পাখি,
সে কখনও একা থাকে নাকি!!