এ জীবনে সবই যেন আলো-আঁধারির খেলা,
কখনও দুঃখের আঁধারে ডোবা,কখনও আলোর মেলা!
অর্ধ-দিনের জগৎ আলোকিত,
অর্ধ-রাত আঁধারে সমর্পিত,
চন্দ্র-সূর্যের আলো বিভাজিত,
জন্ম-মৃত্যুতে জীবনও দ্বিখণ্ডিত,
প্রজ্ঞা ও জ্ঞানের আলোয় জনম আলোকময়,
অজ্ঞতার অন্ধকারে জীবন আঁধারময়,
শুধু অন্তরের সত্তা নয় খণ্ডিত,
অন্তর্যামী হেসে বলে;আমি যে অখণ্ডিত