মা তোমার স্নেহমাখা স্পর্শ
আছে মন ছুঁয়ে,
বিপদগ্রস্ত সময়ের মাঝে ভাবি
তোমায় ব্যাকুল হয়ে।
দেখেছি মুখোশের ভেতরে ঢাকা
কদর্য মুখের সারি,
আমি এখন ও খুঁজি মানবতা
কবে কাটবে মহামারি?
অ্যাম্বুলেন্সের আওয়াজে হঠাৎ যখন
ঘুম ভেঙ্গে যায়,
তোমার আশীর্বাদই শক্তি আজ
অনুভবি স্নেহ ছায়ায়।
হাঁটতে পারো বাড়ির বাগানে
সবুজের ছোঁয়ায়,
অক্সিমিটারে দেখবে কেমন
অক্সিজেন মাত্রা বাড়ায়।
বাবার খেয়াল রাখছ জানি
নিজেরও যত্ন নিও,
সুস্থ পৃথিবী ফিরবে আবার
আমার প্রণাম নিও ।