কেন্দ্রে রাজ্যে ভোট আসে-ভোট যায়,
রংবৈচিত্রে আমরা খানিক দিশেহারা,
অজানা আশঙ্কায় খানিক বিভ্রান্ত,
অন্যদিকে অতিমারি বসিয়েছে
মৃত্যুর থাবা,
চারিদিকে শুনি তীব্র আর্তনাদ
দিকভ্রান্ত অসহায় জনজীবন,
অনিশ্চিত ভবিষ্যতে আতঙ্কিত ,
তবু ও ভোট আসে ভোট যায়!
কেন্দ্রে রাজ্যে ভোট আসে-ভোট যায়,
রংবৈচিত্রে আমরা খানিক দিশেহারা,
অজানা আশঙ্কায় খানিক বিভ্রান্ত,
অন্যদিকে অতিমারি বসিয়েছে
মৃত্যুর থাবা,
চারিদিকে শুনি তীব্র আর্তনাদ
দিকভ্রান্ত অসহায় জনজীবন,
অনিশ্চিত ভবিষ্যতে আতঙ্কিত ,
তবু ও ভোট আসে ভোট যায়!