সকাল সকাল একটু হাসি
দেখতে আকাশ ভালোবাসি,
আঁধার মুছিয়ে নরম আলো
নতুন দিন ঐ হাত বাড়ালো।
সজনে গাছের ধারে ধারে
চড়াই ফিঙে বেড়ায় ঘুরে,
ডাকছে কোকিল দূরে দূরে
আর এক পাখি গাইছে সুরে।
হালকা বাতাস তালে তালে
ফুলগুলো সব ছন্দে দোলে,
নানা রঙের ছড়িয়ে শোভা
মিষ্টি গন্ধে মিলিয়ে আভা।
ছুটছে বাস গাড়ি টোটো
সময়েরই স্রোতে অবিরত,
ধুলো ধোঁয়ায় বাড়ছে দূষণ
প্রাণ বাঁচাতে গাছ লাগান।