ভাঙছে নদীর পাড়,ভাঙছে বাঁধ
মানুষ বড়ো অসহায় ,
ক্ষুদ্ধ প্রকৃতির তীব্র রোষানলে
আর্তের শুনি হায়হায়,
বিষাক্ত বাতাসে ছড়িয়ে বিষ
উচ্চাকাঙ্খা শ্বাসরোধে হায়,
সবজির বাজারে আগুন মূল্য
কাজ নেই খাদ্য সংশয়,
নেতা নেতৃত্ব ভোটের পর ক্লান্ত
বিদেশ বেড়াতে যায়,
তবুও নিয়ম মেনে কেন্দ্রে রাজ্যে
ভোট আসে ভোট যায়,
এখনো আছে সময় কিছু
ভুলে সব সংশয়,
সবুজে ভরিয়ে তোলো পৃথিবী
সুস্থ জীবন পেতে চায়।
তবেই আগামী প্রজন্মের কাছে
বাসযোগ্য এই অভিপ্রায়।