আবার একটা স্নিগ্ধ নতুন সকাল
নতুন স্বপ্নেরা যেন হাতছানি দেয়,
পুরানো সব দুঃখ ভুলে সবে এসো
কাজে খুঁজি মোরা জীবনেরই জয়।
জীবন যেন এক চিরন্তন উৎসব
চেতনার মাঝে হয়ে অকুতোভয়,
ধরা আনন্দধামে ক্ষনিকের তরে
স্বার্থ সংঘাত ভুলে হোক প্রেমময় ।
দূর থেকে ভেসে পাখির কুজন
একসাথে ওড়ে ওরা ডানা মেলে,
বিকশিত কুঁড়ি রঙীন প্রস্ফুটিত
প্রাণোচ্ছল বাতাসে সুবাস ঢালে।
নদী আজ বাঁধনহারা আপনমনে
নতুন পথে স্রোতস্বীনি এগিয়ে চলে,
অপার গতিতে তার জীর্ণতা যায় মুছে
জীবনের গান গেয়ে ওঠে তালেতালে…