বেঁচে থাক প্রতিবাদ সচেতন চিন্তাধারা,
বেঁচে থাক দূর্গা ,এনা,আনোয়ারা,
প্রতিমুহূর্তের লাঞ্ছনায় যদি ভরে জীবন
একসাথে রুখে দাঁড়াও হয়ে সচেতন ।
বেঁচে থাক মেকআপ হীন মুখের সারি
বেঁচে থাক স্বমহিমায় রুপেগুনে নারী।
পুরুষতান্ত্রিক সমাজে প্রশ্ন টিকে থাকাই
তাঁবেদারি না করে হও প্রতিবাদী সবাই ।