উড়ন্ত বিমানের চাকা থেকে
টপাটপ খসে পড়ে বিপন্ন মানুষের লাশ !
ভাইরাল এ দৃশ্য চতুর্দিকে ঘুরে ঘুরে
ক্রমে ক্রমে হাওয়ায় মিলিয়ে যায় ।
কতিপয় বনিকের পুঁজি
যুদ্ধের খুলি চেটে চেটে
বারংবার আরও নধর হয় ।
কমেডির দৃশ্য শেষ হলে
ইতিহাস ফিরে আসে ট্র্যাজেডির বেশে ।
সম্রাট সম্রাজ্ঞীর প্রয়োজনে ফ্র্যাঙ্কেস্টাইন জন্মায় ।
দানা পানি পেলে বেড়ে বেড়ে
শেষে স্রষ্টাকেই গিলে খেতে চায় ।
নিজেই নিজের প্রতিবাদী ভাবনা চুরি করে
বয়লারে বসে বধির সাজার ভান করি ।
গান্ধারী ভুলে যায়
গান্ধার করোটির কারাগার স্মৃতি ,
শীত শীত শকুনি ভোলে না !