ভোরবেলায় সবুজ ছোঁয়ায়
মনটা কেমন উদাস সুরে,
ভেসে যেতে দূর আকাশে
নীল বিস্তৃত ওই সুদুরে!
ফুলের মাঝে নতুন দিনের
স্বপ্ন দেখতে ইচ্ছে করে,
তোমার কাছেই মনটা আবার
রাখতে শুধু ইচ্ছে করে!!!
রাখো আমার মনের খবর
ব্যস্ত শুধুই নিজের কাজে,
তোমার কথা ভেবে ভেবে
আমি কেন মরি লাজে?
বাক বিতন্ডা যুক্তি তর্ক
চলো একসাথে যাই গো ভুলে,
নতুন করে ওড়ার সুখে
মনটা শুধু ভেসে চলে!
হালকা হাওয়ার তালেতালে
একসাথে গাই দুঃখ ভুলে!