মুক-বধির সময় বুক চাপড়ায়
অসহায় একান্ত নির্জনে,
দিকভ্রান্ত, উল্লসিত বলদর্পি –
মোদমত্ত – চালায় উৎসব হুংকারে।
তোমাদের বিজোৎসবে হিসাববিহীন-
কতপ্রাণ হয় নিষ্প্রাণ, কত সংসার বিছিন্ন,
লাভের কড়ি গুনছো সময় কে তুচ্ছ করে,
ভেবেও দেখছো না সময় হানবে কঠিন আঘাত ।
দফায়, দফায় দফারফা
আকাশ ভরায় আর্তনাদে ,
অবিবেচক পরোয়া করেনা দুর্যোগে,
শয়তান কুড়ে কুড়ে খায় সুস্থ জীবন।
এ কোন নগরী,দুঃস্বপনে ছেয়েছে,
এ কোন সময় চোখের জলে বুক ভাসছে?
বন্ধ কর বিপদজনক খামখেয়ালির খেলা,
নতুবা মৃত্যুর মিছিলে চরম মূল্য দিতে হবে।