এই অন্ধকারে কেটে গেল জীবনের বেলা,
পথ চলাই দায়,বড়ই গড্ডালিকা,
মন পিয়াসী, বড় প্রত্যাশী-
খোঁজে শুধু সমতল ,চোখে বিষ বহুতল।
রঙ্গমঞ্চে কেবলই প্রেমহীন কতকগুলো সংলাপ,
মন্ত্রমুগ্ধের মতো আউরে চলে বন্ধ্যা সময়।
তুমি আর আমির মাঝে আছে কতকগুলো সম্পর্ক-
বড়ই দুর্বল,সীমাহীন অপেক্ষায়।
জন্মনারী কেটেছে বহুকাল,
এখনো চোখের আড়ালে রক্তাক্ত।
জন্মদিনের ধারাকে বহন করে যে নারী-
অভুক্ত,অসহায় ,নিঃসম্বল।
যৌবনহীন জীবনে যখন নদী নামে,
তরুণী ভাসায় সময় পারাপারে।
সময় দেখি শান্ত হয়,উল্লাসের পর্দা নামে ধীরে,
পথের কড়ি গোছায়,ঠোঁটে অক্তপাশের মতো মায়ার কান্না।
রক্তের টান ,তার এত আহ্বান,হায়রে পুরুষত্ব ,
অনেকেই দেখি রক্ত চুষে খায়,অহংকারে মদমত্ত।
রক্ত কার ,রক্তের অধিকার – রক্তই সারা বিশ্ব,
তবুও রক্তহীন,রক্ত খোঁজে , আজকের সময় নিঃস্ব।