কিছু খুশি এখনো লেপ্টে আছে শরীরে
তাকেই অবলম্বন করেই হেঁটে চলছি –
জীবনের এবড়ো-খেবড়ো অমসৃণ পথে।
তুমি গোধূলি বেলায় আমার স্বপ্নের বুকের রক্তের
বিনিময়ে পাহাড় প্রমান খুশি কেনো,
আমি নির্বাক ফসিল হয়ে চেয়ে থাকি।
আজও কি তোমার বুকের অলিন্দে ভ্রমর খেলা করে
দিনান্তের জমে থাকা কুয়াশায় তুমি অনুশোচনার
কাঁথায় মুখ লুকাও ?
আমি ফিরিঙ্গি কালিবাড়িতে মাথা ঠুকে-ঠুকে তোমার দীর্ঘায়ু কামনা করি।
এখনও বেআব্রু হারকাটা গলির শরীরে-
কেউ কেউ শান্তির অন্বেষণে গজগামিনি।
তোমার আঁচলে কি লেপ্টে আছে পঙ্কিলতার অন্ধকার
আছে কি প্রেম ,প্রাত্যহিক শ্লেষ্যা মিশ্রিত আর্থিক চুম্বন?
এখনও কি গভীর রাতে মাথা রাখো প্রেমের দেওয়ালে?
ভাঙা স্বপ্নগুলো জোড়া দিয়ে চেয়ে দেখো আমিই আছি সেখানে।
বশংবদ আনুগত্যে অভিমান বেড়ে ওঠে আদর্শের মিনারে
ভেজাল অক্ষর সাজায় যশ আর পুঁজির আকর্ষণ।
হায় রে সাহিত্য ,অর্থের তুলাদণ্ড খ্যাতির চূড়ামনি-
বাণিজ্যে বসত করে প্রতিভাহীন অক্ষরমালা।