বিশ্বজুড়ে চলছে ঠকবাজি অনাচার দুর্নীতি
নেই মান নেই হুঁশ দিকে দিকে অশান্তি
মানুষের হৃদয়ে জাল বিছিয়েছে অপসংস্কৃতি
মুক্তির আশায় শ্লোগান যুদ্ধ নয় চাই শান্তি।
ফিরিয়ে আনতে চাও যদি বিশ্বশান্তি
প্রতিপদে দূর কর ভিতরের বিভ্রান্তি
গান্ধীর দূরদৃষ্টি ও প্রজ্ঞাকে কর স্মরণ
ভাতৃত্ব বোধ চিত্তে হবে না রক্তক্ষরণ।
অসমতা কমিয়ে আনতে শিক্ষার প্রয়োজন
বৈষম্যতা দূর হলে তবেই আসবে উন্নয়ন
প্রকৃত শিক্ষা জাগায় মনে সাহস ও প্রত্যয়
জ্ঞানের আলো পথ দেখায় সত্যনিষ্ঠ ন্যায়
জাতিসংঘের দেওয়া উৎসাহ ও অনুপ্রেরণা
জাগায় ‘অহিংসা বড় শক্তি’ এই চেতনা
আহ্বানের মুখোমুখি সংঘাত আর জটিলতা
ন্যায় বিচারেই নিশ্চিত ফিরে আসবে মানবতা
নিতে হবে স্বাস্থ্যসেবা ও বাল্যবিবাহ রোধে যতন
মিটাতে খিদে ঘুচাতে দারিদ্র্য বাঁচাতে নিপীড়ন
পারস্পরিক অনুপ্রেরণার চর্চায় অহিংসা দর্শন
ফিরাবে শান্তি সমৃদ্ধি,নিজস্ব মানবাধিকার অর্জন।