ঝাপসা হয়ে আসা স্মৃতি সব
মণিকোঠায় জেগে ওঠে উজ্জল,
তোমার বলা কথা শুনে
কেন যে চমকে হই বিহ্বল?
বলো না ‘তোমাকে ভালবাসি আমি’
রূপ রস সুরে ভরা এই পৃথিবীতে,
অরূপ ঋতুর মোহিনী মায়া
অবশেষে ধূলায় মেশে মাটিতে।
আর বলো না ‘ভালবাসি তোমাকে আমি’
নীরবে না হয় দু’ঠোঁটে চুমু দিয়ো,
সকালের বাসী গোলাপ হাতে দেখে
মুচকি শুধু একটু হেসো প্রিয়।
[ভাষান্তর – শংকর ব্রহ্ম]