ছুটির ঘন্টা বাজল যখন মনে
তখন তোমার কাছে যাবার আগে,
একটি শব্দ আমায় থামায়
ভাবায় আমায়,
তোমার বলা সেই কথাটা “মুরদ”আছে?
মুরদ মানে কি জানতে চাও,
সামর্থ না পুরুষত্ব?
খুব ক্ষমতা নেই যে আমার,
জামার ফাঁকে আটকে থাকে নীল জোনাকি,
জ্বলতে থাকে ধিকি ধিকি
জানি না জীবন কতটা আসল,কতটা ফাঁকি?
তোমার কাছে যাবার আমার হয়নি সময়,
হয়তো এখনও একটু আছে বাকী,
নীল জোনাকি নিয়েই না হয়
সে’টুকু সময় একা হয়েই মগ্ন থাকি?