শৃঙ্খলে জেগে ওঠো
মাঙ্গলিক ! দেবী !! হ্যাঁ তুমি !!!
তোমার জন্য রেখে দেওয়া হয়েছে সব সোনার বচন
শুধু দেখে নেবে পুরুষ – পুরুষত্ব যার ঔরসে
আড়ালে আবডালে শরীর রেখে
ভোগের সময় খুলে দিও
জল ভাতের সোহাগ দেবে সেই তো
ভরণ পোষণ দেবে, গোয়ালে নয় ভাগ্যলক্ষ্মী করে
ভাগ্য কত বল ?
শরীরের গান গেও না
বৈতরণী ডোবাবে তোমায়
আড়ালে থাকো যত পারো লুকিয়ে রাখো
সে প্রকাশ্যে খালি গায় রমণ মদন হয় হবে
বাঁকা সোনার আঙ্গুল খাঁটি সর্বক্ষণ
শুদ্ধাচার মনে রেখো
সংসার সুখের হয় রমণীর গুনে
নরকের দ্বার খোলা সম্মুখে
একক ক্ষমতার অলিন্দে যদি আসো
পুরুষ হয়ে যাবে – যদি আসো
যেখানে সাতখুন বা হাজার
অন্যথা ………
পৃথিবীতে মানুষ জন্মেছে কখনো !