‘যাযাবর, যাযাবর, পথের ধারে ঘর।
কোথায় ছিলো ,কবে এলো, কখন বাঁধলো ঘর?
চলার পথে ক্ষণিক তরে বাসা বাঁধে তারা,
মুক্ত ওরা, মুক্ত মানুষ, ওরা বাঁধনহারা’।
ভ্রাম্যমাণ জীবন ওদের নেইকো ভয়- ডর।
বিশ্বজুড়ে বেড়ায় ঘুরে নির্ভয়- অন্তর।
জীবিকার তাগিদে -অস্থায়ী বসত গড়ে ,
সাপের খেলা দেখায় আর সাপ পেলেই ধরে।
যাযাবরের বুকেও আছে কতো ব্যথা- হতাশা ।
ঘর বাঁধার স্বপ্ন কথায় চোখ জলে- ভাসা ।
বেদুঈন জীবনবোধের মুক্ত পাখি- তারা।
শেকল পরানোর হয়না ওদের-তাইতো বাঁধনহারা।
এই পৃথিবীর পান্থশালায় ,সবাই- আমরা যাযাবর।
সময়- মাঝির ফরমান এলেই-ছাড়তে হবে চরাচর।