আচ্ছা নদী বলতি যদি
কোথায় বাড়ী তোর ,
সই পাতাবো তোর সাথে ভাই
সাধ যে জাগে মোর।
শিবের জটা থেকে নাকি
ধরার বুকে এলি ,
জানতে পারি পুঁথির পাতায়
তাইতো তোরে বলি।
একটা কথা বলছি নদী
কানটা পেতে শোন্,
সই হবি কি আমার ওরে
লক্ষ্মী সোনা বোন।
নদীরে, তুই বয়ে যাস যে
ছলাৎ ছলাৎ ঢেউ ।
তোর বুকেতে করবো রে বাস
থাকবে না আর কেউ ।
খাঁচায় বন্দি জীবনটাতে
গতি মোটেও নাই ,
সেই কারণে সই হিসাবে
তোকেই আমি চাই ।