বীরসিংহের সিংহশিশু ভারত বিদিত বিদ্যাসাগর।
সর্বশাস্ত্রে পারঙ্গম তুমি গো বিবিধ গুণের আকর।
‘ বর্ণ পরিচয়’ লিখলে তুমি যে শিখলাম মায়ের ভাষা।
‘ কথামালা’,’ বোধোদয়’ তাতে জাগালো প্রত্যাশা।
কুসংস্কারের তামস আঁধার সকল ঘুচাতে সমাজ হতে।
দৃপ্ত বলিষ্ঠ পদক্ষেপ তোমার জেগে আছে জনচিতে।
অর্ণব সম জ্ঞানের ভান্ডার তুলনা তার নাই।
‘ বিদ্যাসাগর ‘ নামেতে খ্যাত ভুবন মাঝারে তাই।
সমাজের পথিকৃৎ তুমি যে শিক্ষার আলোক দিশারী
‘ বিধবা বিবাহ’ প্রবর্তনে তুমি চেতনার কান্ডারী।
রাখলে তোমার অক্ষয় কীর্তি নারীজাতির উত্তরণে
যুগজয়ী হয়ে রবে চিরকাল শ্রদ্ধার আসনে।