তখনো অস্ত যায়নি সূর্য্য সহসা হলো যে শুরু
শ্রাবণ আকাশে বিদায় বাঁশি বাজল গুরু গুরু
কবির প্রশস্ত ললাট- প’রে মৃত্যু কালিমা রেখা
তবুও মধুর হাসিটি ছিল সারা মুখেতে মাখা
দু’হাত ভরে দিয়ে গেছো কবি অমৃতময় ফল
আস্বাদে তার জুড়ায় পরাণ চোখ ভরে আসে জল
নাটক-নভেল-কৌতুক -কাব্য লিখেছো থ’রে থ’রে
সুললিত গীত ,সুরের ঝঙ্কারে নিখিলের প্রাণ হ’রে
অভূতপূর্ব গীতাঞ্জলি —-অক্ষয় তোমার দান
রিক্ত মোরা কি দিয়ে তোমায় জানাবো সম্মান
তোমারি কথায় তোমারি সুরে তোমার বন্দনা গাই
জয়তু কবি মৃত্যুঞ্জয়ী, তুলনা তোমার নাই
যতোদিন র’বে নিখিল ভুবন,আকাশে উদিবে রবি
ততোদিন র’বে কীর্তি তোমার ,ওগো বিশ্বকবি
ফিরে ফিরে আসে স্মৃতিময় দিন বিশ্বের কোণে কোণে
মৃত্যুঞ্জয়ী কবি আমাদের—–,বাইশে শ্রাবণের দিনে !