রাত্রি ফিকে হয়ে এলে
শব্দগুলো অভিধানমুখি হয়ে যায়
নিজস্ব বলতে পড়ে থাকে
দোর খোলা খুকুমনির আলতাভেজা পা
নদীজলে চাঁদের হাবুডুবু দেখতে দেখতে
ন্যাড়া ছাদে বেজে ওঠে
রূপকথার টগবগানি
দে-ছুট নক্ষত্রের মত নেমে আসে
নিপাতনে সিদ্ধ তলোয়ার
কলমের ঔরসে প্রতিবাদ যেন
জায়মান লোহিত কণিকা
কণ্ঠে মায়াজাল, স্তবকে স্তবকে
লালিত প্রেমের কথামালা…
ঝাঁকড়া চুলের ফাঁকে খাঁজকাটা
কারাবাস
প্রিয় বুলবুলের লৌহমেদুর শোকে
মোহ্যমান
তাই বুঝি শব্দ খোঁজে কবির বয়স
তাই বুঝি কেটে যায় কয়েক দশক বিস্ফারিত চোখে
তাই বুঝি নির্বাক শিশুকাল
বয়ে আনে অশ্রুহীন শেষের সেদিন।