মানুষ আর গিরগিটি
মিলেমিশে একাকার
উঠছে শুধু ঢেকুর
এ্যাসিড আর ধিক্কার
‘এ তো মুমকিন নেহী ‘
তোমারই ছিলো গাওয়া
এখন সবই সম্ভব
তোমার কাছেই পাওয়া
মাঝে মাঝে গার্সিয়া লোরকা
পর্দা সরিয়ে আসছে
সর্ব ভূতে ছদ্ম
একথাই শুধু বলছে
গান নয়, বেদনা ঝর্না
‘এ তো মুমকিন নেহী ‘
বিদ্যুতের থেকে বেশি বেঁচে
অথচ অদ্ভুত রূপে বিদেহী