ভিতরে ভিতরে যখন ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস
আচ্ছন্নতার ভিতর তখন মেতে ওঠার ধারা স্নান
আর জেগে থাকার জন্য অনবরত
নৈঃশব্দ্য যাপন…
কেবল সতর্কীকরণের বিজ্ঞাপনের দিকে
বিস্ময়ের চোখ ফেরে
সাবধানে পা ফেলার মধ্যেও
পা ফসকে যায়
অন্যমনস্কতায় বিঘ্ন ঘটে তৎপরতার
ও তৎপরতা ঘিরেই নিরাপত্তার এক
বড়ো প্রশ্নচিহ্ন এসে মুখোমুখি দাঁড়ায়
এই নিরাপত্তা আসলে ঈষৎ স্বাচ্ছন্দ্য যাপন
আর মুক্ত মনের কথা বার্তায় সরগর
অথচ নিতান্তই তা স্পর্শ-কাতর প্রবণ
ও স্বস্তির নিঃশ্বাস ঘিরে অনন্ত আলোর
অন্তর্লীন প্রস্রবণ….. ।