যতদিন বেঁচে আছি, বেঁচে বর্তে আছি
আর শব্দ ও অক্ষরে আছি মগ্ন
ততদিন নির্মাণ করে যাবো আমি এভাবেই
প্রকৃত জীবন ও জীবনের গল্প ও গান
একথা হয়তো এর আগেও বলেছে কেউ
রেখেওছে সে কথা নানান সৃষ্টি সম্ভারে
অথচ এই আমি এমনই এক অর্বাচীন
যার চাল নেই চুলো নেই, নামও নেই
সৃষ্টিরও নেই তেমন কোন অপার সম্ভার
তবুও সেই প্রকৃত জীবনের সন্ধানে
শুরু হয়েছিল যে পথ চলা, ছুটে চলা
জীবনের গল্প ও গানের সেই
শব্দ ও অক্ষর বানাতে বানাতে আজও আমি
ছুটে যেতে থাকি মাইলের পর মাইল
এক দীর্ঘতম পথ…
যেখান থেকে জীবনের প্রকত স্পন্দন
আর সৃষ্টির নতুন বীজ খুঁটে নিতে নিতে
আমি এখন অবিরাম এক যুদ্ধের ভিতর
এখন আমার ভিতরেও অবিরাম এক
ভয়ংকর যুদ্ধ ক্রমাগত….. ।