শেষ মুহূর্তে জ্বলে ওঠে
নিষ্পলক চেয়ে থাকা দু’চোখের আগুন
যে আগুনে দগ্ধ হয় দু’মুঠো এই জীবন
চলার পথেই পড়ে যে জনহীন পাথুরে নদী
স্পষ্ট উৎপেতে থাকে সে হাঁটু মুড়ে
হাঁটা পায়ে পেরোতেও ভিজিয়ে দিতে চায়
খালি পায়ের যত্নহীন গোড়ালি
অথচ এই দুটো পা এতো যে দুর্বার দুর্নিবার
এমন কি দুর্দমনীয়ও…
কত যে ভেঙেছে ধুলো মাটির পথ
ভেঙেছে চরাই উৎরাই
পেরিয়ে গেছে নদী প্রান্তর ও ধুধু বালি চর
শুধু তা সেইই জানে
হাত দুটোও বড্ড উশখুশ
ভালোবাসায় বাড়াতে পারে যে হাত
মোক্ষম অস্ত্রও শানাতে পারে নিতান্ত প্রয়োজনে
বেহালার সুরও তুলতে পারে
ওই হাতেরই নিশপিশ আঙুল
বাতাসে মৃদু ফিশফাশঃ
অচিরেই মুছে যেতে পারে
দু’চোখের নির্মম ভ্রুকুটি ।