ভেতরে ভেতরে অনবরত একটা তাড়া থাকেই
থাকে অঙ্কুরোদগমের গভীর তৎপরতা
ও অবিরাম যুদ্ধ যাত্রার প্রস্তুতি
আর থাকে সতর্কতার জন্য
সময় সময় একান্ত নৈঃশব্দ্য যাপন
কেবল অন্তর্গত দৃশ্য-মুহূর্তগুলি ঘিরে থাকে
যাপনের নানান কৌশল ও কৌতুহল
এসো, পাশাপাশি হাঁটি
এই পাশাপাশি হেঁটে যাওয়ার মধ্যে
একটা দৃঢ় বিশ্বাসের জন্ম হয়
আর একটা নুতন সম্পর্ক গড়ে ওঠে
হাতের মুঠোয় জমতে থাকে
সুসমাচারের ম ম হাওয়া ।