তুমি একটা বিস্ময়বোধক চিহ্নের মতো
অসম্ভব রহস্যময়ী ও নিস্তব্ধ দুপুরের মতো
নিবিড় নিরিবিলি মুহূর্তের চেয়েও
আরও অনেক বেশী গুরুগম্ভীর
কাছে থেকেও যেন অনেক অনেকটা দূর ব্যবধানে
নিজেকে রেখেছ এমন মুঠোর আড়ালে যে
আমি হয় নাগালই পাবোনা না আর
কিম্বা খুঁজেই পাবোনা তোমাকে কোথাও
শুধু শুধুই স্বপ্ন দেখে যাওয়া শুধু
শুধু শুধুই তোমায় নিয়ে স্বপ্নের সাত সমুদ্র
তের নদী পাড়ি দেওয়া শুধু
জানিনা মনে মনে কাকে আহ্বান করো
কার দিকে তোমার গভীর মনোনিবেশ
কিম্বা কার জন্য তোমার বিনিদ্র অপেক্ষার
প্রহর যাপন আর নিভৃত সমর্পণ, কিছুই বুঝিনা
বুঝিনা এখনও এতটুকু তার কোন আক্ষরিক আভাস
তবুও যদি আমি আমাকে অতিক্রম করে কখনও
উপেক্ষার আড়াল ভেঙে আবারও স্বপ্ন দেখি
যদি তোমাকে নিয়ে লিখি আরও নতুন কোন কবিতা
তুমি না হয় অসম্ভব বিরক্তির মন নিয়ে
মুখ ফিরিয়ে থেকো বাকি জীবন
আর তা যদি তুমি সত্যিই পারো
আমাকে নিয়ে দূর দেশে চির নির্বাসন নেব আমি ।