চলতে চলতে পায়ে লেগেছে পথের ধুলো
দুঃখের শরীরে ধরেছে চির,ধরেছে ফাটল
ফাটলের খাতে ভীষণ ক্ষতের অসুখ
রক্ত ক্ষরণ ক্রমাগত …
অপলক তাকিয়ে থাকা বিমর্ষ মুখের মানুষগুলো
পথের বাঁকে তবুও অসম্ভব ভিড় করে আছে
আদুল গায়ে, খালি পায়ে, সারি সারি
যেন উত্তাল মিছিল নেমেছে সদরের পথে
“সবার উপরে মানুষ সত্য”-এইটুকু সম্বল নিয়ে
মিছিল নামা পথে চলতে চলতে এ’জীবন
যেখানে যেখানেই পৌঁছে যাচ্ছে
সেখানেই দেখতে পাচ্ছে আদুল গায়ে আর
খালি পায়ের মানুষের ভিড় ক্রমাগত
সকলেই হয়ে ওঠেছে এমন মানুষ
যাদের জীবন যাপনেই ছড়িয়ে পড়েছে
সেই মানুষ সত্যের অপার মহিমা
ওই টুকুই ওদের ভবিষ্যৎ সঞ্চয়ের স্বপ্ন ও খোয়াব
যে স্বপ্ন ও খোয়াব দেখে দেখেই ওরা বেঁচে থাকে
আর অন্যকে বাঁচিয়ে রাখার জন্য মরে
পথেই রেখে যায় তাদের হেঁটে যাওয়া পথ
তারই আমি নাম দিই জীবন…
তবুও এই জীবন কালে কালে বিপন্ন হতে হতে
ভাঙচুর সময়ের মুখোমুখি দাঁড়িয়ে
আবারও নতুন সম্ভাবনার দুরন্ত ঢেউয়ের প্রত্যাশায়
স্বপ্ন মগ্ন হয়ে উঠে দিন দিন
আর অতিক্রম করে যায় সব শূন্যতা ।