আমি হাসতে হাসতে অপার শূন্যে উড়িয়ে দিয়েছি
দেয়ালে পিঠ ঠেকে যাওয়া কথাগুলো
উড়িয়ে দিয়েছি একে একে
সবার মুখে মুখে ঘুরে বেড়ানো গানগুলো
উড়িয়ে দিয়েছি সাথে বাতাস ভারী করা কান্নাগুলো
আর ভেজা ডানার পাখিঠোঁটে অশ্রুদানা
কাছে দূরে ছড়িয়ে যায় আকন্ঠ নীরবতা
ছড়িয়ে যায় দীর্ঘ অভিযানের পরও ব্যর্থ হয়ে আসা
আর বিপথিকের ভিড়ে হারিয়ে যাওয়া স্বপ্নগুলো
হারিয়ে যাওয়া মানে অস্তিত্বের সংকট
নয়তো দুর্দান্ত দ্বিধান্বিত পর্ব
তারপর ভ্রম সংশোধনের মতো আকুলতা নিয়ে
শুধু জেগে থাকা
তালে তাল মিলিয়ে থাকা
গলায় গলা মিলিয়ে থাকা
আর আন্তরিক আবেগে অভিমানী দু’চোখে
কখনও জল ভরে এলে
দ্বিধা- দ্বন্দ্ব ভুলে যাপনের মুহূর্তগুলো
আরও তীব্র ও আরও তীক্ষ্ণ করে যেতে হবে
ভেঙে দিতে হবে ব্যক্তিগত সব আড়াল
উন্মুক্ত করে দিতে হবে সব অন্তর্ঘাত
অন্তর্ঘাতের চেয়ে বড়ো আঘাত জীবনে আর নেই ।