হাওয়ার চারপাশ ঘিরে স্তব্ধতাই জেগে থাকে
হাওয়ার ভেতরে জেগে থাকে স্তব্ধতার খড়কুটো
তোমার চারপাশে ঘুরে ঘুরে অবশেষে
খুঁটে নিতে চেয়েছি তোমার নিভৃতিতে জমিয়ে রাখা
দিনের শেষ গোধুলির মায়া আলো
দিনরাত নিজের সাথে গোপনে
অবিরাম যুদ্ধ করতে করতে
অসম্ভব উত্তাপে ভিজে ওঠে ভেতর শরীর
দুরু দুরু কেঁপে ওঠে বুক বুকের ভেতর
হু হু বিকেলের মতো
আর শূন্যে ঝুলে থাকে অফুরন্ত আকাশ
একমাত্র মানুষই মহার্ঘ মনুষ্য জীবন অর্জনে নেমে
অর্জিত মহার্ঘ সম্পদ ফেলে রেখেই
একদিন চলে যায় গোধুলির সেই মায়া আলোর ওপারে
যেখানে ওই অফুরন্ত আকাশ অপেক্ষায় থাকে
আরও এক নতুন নক্ষত্রকে কাছে পাবে বলে
আসলে পার্থিব জীবনের শেষে
অসীমের ওই অপার নৈঃশব্দ্যের ভেতর
শুরু হয় মহান মানুষের আবারও নতূন জীবন ।